নতুন ডায়রি
সেই টুকরো গুলো গুছিয়ে নেওয়ার কাজটা শুরু করতে পারলাম শেষ অব্দি। তবে এখনো অনেক অনেক কিছু পরে আছে অগোছালো। সময় লাগবে অনেক. তবু শুরুটা হোক। কি বল তোমরা? পাতাগুলো জোড়া লাগিয়ে আবার একটা নতুন ডায়রি বানানোর চেষ্টাটা দেখো না একবার উল্টে পাল্টে! যদি ভালোলাগে! আর যদি না লাগে আমায় আরো ভালো লিখতে একটু সাহায্য করো ...............................