মাশুল
একদিন ছিল বলতাম একে অন্যের পাশে থাকবো | একদিন ছিল বলতাম কষ্টে তোমার সাথ দেব| একদিন ছিল ইচ্ছে হত সারাদিন থাকি পাশাপাশি একদিন ছিল দুখঃ হলে চাইতাম কোলে মাথা রাখি। সেই একদিনগুলো ফুরাল হঠাৎ আর একদিন দুখঃ সুখের ভাগ নিতে কেউ এলনা সেইদিন কি করে কি হারিয়ে গেল বুঝেও অবুঝ এ মন তুমি ছিলে স্বপনচারিনি আমার অনুক্ষন। হয়ত আমি অবুঝ হয়ে করেছিলাম ভুল হয়ত এটাই কষ্ট দেওয়ার উপযুক্ত মাশুল তবু যখন চলে গেলে কষ্টটা ছিল সত্যি বাড়িয়ে আজ আর বলছি না একরত্তি। ইচ্ছে হয় ফিরে পেতে সেই পুরনো দিন পাশে থাকার অঙ্গিকার আজ হয়েছে ঋন ইচ্ছে হয় তোমার কষ্টে তোমার দুহাত ছুঁই ইচ্ছে হয় আবার আমি তোমার কোলে শুই। ইচ্ছেগুলো উথাল পাথাল ইচ্ছেগুলো আগুন সমাজ আজ মস্ত বাধা, আস্টে পৃস্টে বাঁধন ইচ্ছে তবু ইচ্ছেমতি ইচ্ছে তুমি স্বাধীন কান্না দিয়ে আগুন চেপে কাটিয়ে দেব দিন।