Posts

Showing posts from March 19, 2017

ভ্রান্তিবিলাশ

আমি জড় নই, নির্জীব নই তাই বুঝতে পারি, ভাবতে জানি । আধা কথা, আকার ইঙ্গীত একটা গোটা মানে নেয় বুঝতে জানি। বারবার খোঁজ নেওয়া ছিল একটু ছুঁয়ে থাকা তা জানি। এক সাথে সন্ধ্যেগুলো ছিল তোর ভাললাগা তাও জানি। আজ তুই নেই স্বেচ্ছায় আনমনে সেটা মনে মনে ঠিকই জানি। এবার তুই অচেনা হ'বি এটা আজ নয়, শুরু থেকে জানি। জেনেও আগুন নিয়ে কিছু দিন খেলা জেনেও অকারন ভালবেসে ফেলা। জেনেও অধিকার, চাওয়া আর পাওয়া জেনেও সব হিসাব ভুল করে ফেলা। ভুলগুলো মিটে গেলে শুভ হবে মানি একদিন চলে যাবি শুরু থেকে জানি।

আশ্রয়

Image
ছাড়বি বলে ধরলি যে হাত ছাড়িস তা সাবধানে হোঁচোট খেয়ে পড়িস না তুই অন্য হাতের টানে। যে হাত তোর সারা জীবন সেইখানে তুই থাক পথ চলতি এ হাত ও হাত পথেই নয় হারাক। আদর, স্নেহ, আঁকড়ে ধরা মিথ্যে মোহ আজ থাকবে কিনা অপেক্ষাতে তোর জেনে কি কাজ? ওই দুহাতের বাঁধন দিয়ে সকল সুখের শুরু সবুজ হোক এ বন্ধনে তোর একলা মনের মরু।

আবোল তাবোল

তাল গাছ খোলা আকাশ পুকুর পাড় অল্প বাতাস গাছের ছায়া একলা আমি ছোট্ট জীবন বড্ড দামী কোলে খাতা লেখার সাধ শব্দে ছন্দে নাই যে বাঁধ স্মৃতির ঢেউ ছোটোবেলা অজান্তেই হারিয়ে ফেলা বিজ্ঞানের অনেক দান যন্ত্রনাতেই অবসান ।  

ফাঁকি

একদিন সে অপেক্ষায় থাকত যত রাতই হোক না কেন আমার। কিম্বা আমায় বলত বসে থাকতে 'সব মিটিয়ে বলবো কথা আবার'। কাজের ফাঁকে উঁকি যখন তখন একটু যেন আলতো ছুঁয়ে থাকা মাঝে মাঝেই নিজের মত করে আদর কাড়া মিস্টি সুরে ডাকা। কথার পিঠে কথার আলাপন, নিজের মত নিজেই বলে যাওয়া। হাসি মজা সব কি জানি কেন আমার সাথে ভাগ করে তার নেওয়া! সেসব দিনে আমি কেমন ছিলাম? আমিও কি অপেক্ষাতে থাকতাম? সেসব দিনে মনে মনে কি আমি সেই মনেতেই নিজেকে রোজ খুঁজতাম? আজ সে যখন খোঁজে না আর আমায় পেয়েছে নতুন জীবন, মুক্ত খোলা বাতাস আমি একা নিজের লড়াই নিয়ে দুঃখ বিলাশ? নেই, নেই সে অবকাশ।   তবু দিনের শেষে একলা বসে থাকি ভরসা আজো সবটাই নয় ফাঁকি রাত ফুরিয়ে ভোরের পাখি ডাকে ক্লান্ত চোখে ঘুম রয়ে যায় বাকি!!!