ঝড়কে ভালোবাস ঝড়ের মতো করে
ঝোড়ো হাওয়াকে কি বাঁধা যায়? নাকি বেঁধে রাখলে তা আর ঝড় থাকে? রোজের মিঠে পুবালি কি ভেজা বাতাস, চ্যাটচ্যাটে গরম হাওয়া কি শুকনো ঝাপটা এসবের নিতান্ত নিয়ম মাফিক গতিবিধি কি আন্দাজ দিতে পারে ঝড়ের গতিপথ? ঝড় এক স্বাধিনতার নাম। ঝড়ের নিজের মতো নিজের রূপ। মুক্তির আনন্দ তার জীবনী শক্তি। তোমাদের 'খিড়কি থেকে সিঙ্ঘদুয়ারের' দুনিয়ায় সে একঝলক প্রাণ, একটুকরো বাইরের জগৎ, একচিলতে খোলা আকাশ। তাকে তোমরা বাঁধতে যেওনা। ধরতে চেওনা। ভেসে যেতে দাও তার নিজের মতো করে। বাঁচতে দাও তাকে তার নিজের বেপরোয়া ভালোলাগার সাথে। তোমাদের সাদামাটা নিয়মের বেড়া তার জন্য নয়। সামাজিক হিসাবের জাগতিক লাভ-ক্ষতিতে তার ভালোমন্দ ধরা পরে না। তোমরা তো নিজেদের আনন্দই মাপতে জান না, তাই তার আনন্দ মাপার চেষ্টা এক অপচেষ্টা মাত্র। ঝোড়ো হাওয়া রোজ আসে না। সবার কাছে আসে না। যদি তোমার কাছে আসে সে একটুক্ষনের তরে, তবে তাকে তার মতো করে কাছে রেখো। যেন তবেই সে ফিরে আসবে বারেবারে। ঝড়কে ভালোবাস ঝড়ের মতো করেই।