নিঃশর্ত
এই জীবনের জুয়া খেলায় হারলে ক্ষতি কি? ভালবেসে মনে রেখো দিওনা যেন ফাঁকি। না পাওয়ার যন্ত্রনা হারাক মনের কোণে যা পেয়েছি তাই তো অনেক ছোট্ট জীবনে। কি ছেড়েছি কি পেয়েছি হিসাবগুলো থাক চলে যাওয়ার কষ্ট ভোলায় ভালবাসার ডাক। হয়তো যাওয়া শেষের যাওয়া, হয়তো পাওয়ার শেষ হয়তো এটাই, হয়তো তা নয়, হয়তো রবে রেশ। হয়তো তুমি, হয়তো আমি, ভুলবো দুজনেই, হয়তো একা ভুলবে কেউ, কষ্ট সেখানেই। শেষের শুরু! শুরু নতুন? নাকি অন্ধকার? রইল সাথে, অচেনাকে জানার অহঙ্কার। অনিশ্চিতের নতুন শুরু, আবার নতুন পথ হয়তো আবার ভাঙ্গা গড়া, হয়তো নতুন মত। অচেনা পথ অন্ধকারের, না দেখা বিপদ নিরব বিদায় নিঃশর্ত নাই কোন শপথ।