লক্ষ্মণ রেখা
লক্ষ্মণ রেখা টেনে দিলাম, পার হবি না তুই, স্কুলের মজা খেলার মাঠে দারুন হৈ চৈ। গন্ডী কাটার সেই যে খেলা শিখিয়েছিল ছোটোবেলা সারা জীবন পায়ের বেড়ী সেই ছিল তোর 'পায়েখড়ি'। নিয়ম বাঁধা সমাজ হেথা রোজই নতুন নিয়ম শেখা। নিয়মের ঘোমটা ঢাকা আমাদের মনের চাকা। এরই মাঝে নতুন করে তুমি কেন বাঁধছো মোরে? ভালবাসার মানুষ হয়েও খিল কেন গো মনের দোরে? তোমার ওই মনের খাতা পড়তে চাই প্রতি পাতা চেনা আর মনের জানা সেখানেই আত্মীয়তা। সেই যদি গন্ডী দিলে হিসাবের আগল তুলে তবে আর মায়া কিসে! হারালাম ভিড়ে মিশে। লক্ষ্মণ রেখা টেনে দিলে পার হব না আর ভিড়ের মাঝেই পেরিয়ে যাব জীবন পারাবার।