মন আজ ছন্দহীন
বইয়ের তাকটা ঝাড়তে গিয়ে পুরোনো ডাইরিগুলোতে হাত পড়লো বহুদিন পর । সেই স্কুল আর কলেজের শুরুর দিক । তখন তরুণ আনন্দ ধরা দিত ছন্দে , উতলা যন্ত্রনা হয়ে যেত কবিতা । কখনো আকাশ - বাতাস , কখনো ছেলেবেলার কথা , কখনো বন্ধুত্ব , কখনো বা প্রেম কিংবা বিরহ , যখন যা ছুঁয়ে গেছে মন ধরা আছে তাই পাতায় পাতায় কবিতা আর ছন্দের তালে মিলে । বেখেয়ালে অনেক্ষন উল্টে পাল্টে দেখলাম । কোথায় হারিয়ে গেলো সেই মন , সেই ছন্দ , আনমনা তবু উতলা , বিরহী তবু শান্ত সেই মানুষটা ? কেন খুঁজে পাইনা তাকে আজ ? পাতার পর পাতা যার ভরে যেত নিজের অজান্তে তারই আজ লিখতে গিয়ে ভাষার কেন অভাব ? কোন এক অজানা রোগে যেন নিঃশব্দে শেষ করে দিয়েছে সবটুকু ক্ষমতা । নিজের লেখা পরে নিজেই চমকে উঠছি আজ । সত্যিই এ আমার লেখা !! এমন সুন্দর ছন্দ মিলিয়ে ছিলাম ! যেন মনে হয় তখনই বড় ছিলাম , সময় আর ডিগ্রির সাথে সাথে দিনদিন ছোট হয়ে গেছি . তাই আজ আর সেই ছন্দ নেই , নেই সেই সাবলীল ভাষা । হয়তো আজ আর আমা...