Posts

Showing posts from February 11, 2018

সব জেনেও

চোখের সামনে অন্যায় হতে দেখলেও সেটা ভুল নয়- এইটা ভাবা যদি শিক্ষা হয়, তাহলে সেই শিক্ষার মূল্য কি? সেই মানুষটার মূল্য কি? তবু ইচ্ছে হয় আমিও জেনে বুঝে ভুল করি। আমিও সব জেনেও বলি - আহা! ও অবুঝ, ও বড় ভালো মানুষ। ইচ্ছে করে নিজের দুচোখ বন্ধ করে ওকেই ভালোবাসি। কিন্তু সেই ও-ই আবার ছুরি মারবে এই ভালোবাসার সুযোগ নিয়ে? তখন নিজেকে বোঝাব কি দিয়ে?