Posts

Showing posts from March 5, 2017

না হয়

Image
আর একটু না হয় থাকতিস আরো একটু ভালোবাসতিস দুহাতে জড়িয়ে ধরে থাকতিস কাঁধেতে একটু মাথা রাখতিস জানি তো যাবিই চলে কালকে তুই আবার। আজটা না হয় হতো আমার বারণ নাই শুনলাম থামার মনটা দিতিস করে উজাড় কথা হতো সাথে থাকার সবই তো আজকে শুধু, কাল একলা সেই আবার। তুই আমার ভালোবাসা, আমার কল্পনাতে আসা; এক স্বপ্ননীল কুয়াশা তোকে ছুঁতে চাওয়ার নেশা তুই বুঝবি না, তুই বুঝবি না, এখন এসব কিছুই। তুই বড্ডো মায়া মেশা তোর কথা আবেগ ভাসা চোখে আপন আপন ভাষা যেন হারিয়ে যাওয়া দিশা তোর হাতের ছোঁয়া পথ ভোলালো, সঙ্গী হলি তুই। তবু তো আজটা শুধুই -- সবই তো আজকে শুধুই; কাল এলে হারাবি তুই। তোর হাতে নতুন ছোঁয়া সে ছোঁয়াই সারাজীবন আজটা মিথ্যে তখন তোর চোখে নতুন আপন। শুধু এই আজটা আমার এটুকু আঁকড়ে থাকার দিয়েছিস যে অধিকার কারছিস কেন আবার? আজ না হয় কাছে থাকতিস না হয় আরো ভালোবাসতিস এই বুকেই মাথা রাখতিস সুনীল কল্পনাতে ভাসতিস কাল চলে যাওয়ার আগে না হয় আমার হয়েই থাকতিস।