Posts

Showing posts from May 18, 2014

শখের ছোটবেলা - ছোটবেলার শখ

মানুষ মানেই মন, মন মানেই ইচ্ছে। কিছুই ইচ্ছে নেই মনে - এটা যেমন হয় না, তেমন মন নেই এমন মানুষ ও হয়না। তবে কিনা ইচ্ছেগুলি রঙ্গীন থাকে ছোটবেলাতে। বড় হলেই যত বিপদ। সব সুন্দর রঙ্গীন ইচ্ছের ঘাড়ে পিঠে চেপে বসে নানা রকম লোভ।তখন আর সেগুলো আগের মতো থাকে না। বদলে কেমন যেন স্বার্থান্বেষী হয়ে যায়। ছোটবেলা ব্যপারটাই আসলে দারুন। আকাশটা  হয় ভীষণ  উঁচু আর খুব নীল। গাছগুলো হয় মাথার উপর বিরাট বড় একটা ছাতা। খোলা মাঠ আর নরম মাটির টানে বইতে মনই বসেনা!বৃষ্টি হলে তো কথাই  নেই। কি করে বড়দের ফাঁকি দিয়ে একটু ভেজা যায়! জল ছপ  ছপ  ছাদ কিম্বা বালি পথ মেঠো কুলি। মাথায় একটা পেখে বা টোপা থাকলে তো কথাই নেই। আর যদি বৃষ্টি নামে ঠিক পুকুর ঘাটে  স্নানের সময়! উফফফ! ডুব দিয়ে চুপ করে জলের উপর টাপুর-টুপুর মিষ্টি সুরের তান। আর সেই যে গরম এর কাঠ ফাটা দুপুরে তেষ্টা মেটাতে শশা চুরি? ওহোওওওও ... সেকি ভোলা যায়! এই রকম দারুন জীবন কি আর বড় হলে থাকে? উঁহু। থাকে না। এমনকি থাকতে চাইলেও কেউ থাকতে দেবে না। কারণ সবার থোড়ি ভালোলাগে এমন পাগল জীবন! মজা তো আছে, কিন্তু টাকা নেই, দামী দামী জিনিস নেই। কিন্তু ভেবে ...