Posts

বন্ধুত্ব

আজকাল কান্ড দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সস্তা আর সহজ সম্পর্কের নাম "বন্ধুত্ব"। সবাই সবার বন্ধু হতে চায়। ঘরের অন্দর মহলে উঁকি দিন। বউদি-দেওর, বউমা-শ্বাশুড়ি, দুই জা, দুই ভাই, ভাই-বোন, দুই বোন, ননদ-বউদি, বাবা-ছেলে, মা-মেয়ে আর যা যা সম্পর্ক পারমুটেশন কম্বিনেশন করতে পারেন সবাই নাকি এখন বন্ধুর মত। সবাই সবার বন্ধু। বলছি তাহলে বিকেলে ঐ পাড়ার মাঠে যে আড্ডাটা হয় ওটা কাদের সাথে হয়? আমি তো জানতাম ওরাই বন্ধু! - ওরা আর বাড়ির সবাই এক হয়ে গেল? - উহুঁঃ! - ওরা হল বাইরের বন্ধু। ওদের সাথে অতো মাখামাখি ভালো না। ওদের সব কথা বলতে যেওনা। কে কখন সুযোগ নেবে! - সুযোগ নেবে? তবে বন্ধু কিসের! - আরে বাবা, সব বন্ধু কি অতো বিশ্বস্ত হয়? তেমন বন্ধু তো হাতে গোনা। - আচ্ছা, ওই যে বাড়িতে আজ সবাই বন্ধু, তা তারা সবাই বিশ্বস্ত তো? - হাজার হোক তারা নিজের লোক। তবে সব সময়ই একটু বুঝে শুনে চলা ভাল, এই আর কি! কি বন্ধুত্বের অবস্থা! এবার দেখা যাক, স্কুল কলেজে কি চলছে। এখানে সবাই মোটামুটি সম বয়েসি। তাই যার সাথে যার মেলে মন, তারা একসাথে সারাক্ষণ। কেউ কেউ আবার সবার প্রিয়, সবাই তার বন্ধু। সবাই তার সাথে...

ঝড়কে ভালোবাস ঝড়ের মতো করে

ঝোড়ো হাওয়াকে কি বাঁধা যায়? নাকি বেঁধে রাখলে তা আর ঝড় থাকে? রোজের মিঠে পুবালি কি ভেজা বাতাস, চ্যাটচ্যাটে গরম হাওয়া কি শুকনো ঝাপটা এসবের নিতান্ত নিয়ম মাফিক গতিবিধি কি আন্দাজ দিতে পারে ঝড়ের গতিপথ? ঝড় এক স্বাধিনতার নাম। ঝড়ের নিজের মতো নিজের রূপ। মুক্তির আনন্দ তার জীবনী শক্তি।  তোমাদের 'খিড়কি থেকে সিঙ্ঘদুয়ারের' দুনিয়ায় সে একঝলক প্রাণ, একটুকরো বাইরের জগৎ, একচিলতে খোলা আকাশ। তাকে তোমরা বাঁধতে যেওনা। ধরতে চেওনা। ভেসে যেতে দাও তার নিজের মতো করে। বাঁচতে দাও তাকে তার নিজের বেপরোয়া ভালোলাগার সাথে। তোমাদের সাদামাটা নিয়মের বেড়া তার জন্য নয়। সামাজিক হিসাবের জাগতিক লাভ-ক্ষতিতে তার ভালোমন্দ ধরা পরে না। তোমরা তো নিজেদের আনন্দই মাপতে জান না, তাই তার আনন্দ মাপার চেষ্টা এক অপচেষ্টা মাত্র।  ঝোড়ো হাওয়া রোজ আসে না। সবার কাছে আসে না। যদি তোমার কাছে আসে সে একটুক্ষনের তরে, তবে তাকে তার মতো করে কাছে রেখো। যেন তবেই সে ফিরে আসবে বারেবারে।  ঝড়কে ভালোবাস ঝড়ের মতো করেই। 

ভাল্লাগেনা

Image
সে জ্যান্ত ভীষণ জীবন্ত, যদিও সামনে নেই আমি ক্লান্ত তবু অশান্ত তাকে কাছে পেতেই   সে বিচ্ছিরি আর কঠিন, আমার তবু তাকেই চাই এই ‘ভাল্লাগেনা’র শেষ চাবি আছে তার কাছেই।    

স্নেহ

আমার কষ্টে মাথায় হাত রেখেছ সরিয়ে দিলেও কাছে টেনেছ  চোখে জল দেখে ফিরে এসেছ   ব্যথাতুর বুকে মাথা রেখেছ  তবু দূরে থেকে কষ্ট দিয়েছ সেই তুমি।  বোঝ না কেন কান্নার নয়,  দাম যদি দাও ভালোবাসার  দূর্বল ভেবে হাসবে না কেউ  খুলেই দেখ না মনের দুয়ার, এই তুমি।  ভালোবেসে শুধু কষ্ট কেন গো  না হয়, নাই হবে তুমি আমার।  তবু আদরেই রাখব তোমায়  এ মন হবে না পর তোমার, জান তুমি।  নিজের কষ্ট লুকতে লুকতে  ক্লান্তি কেন গো চোখে মুখে?  আজো আছে পাতা স্নেহের শয়ন  আজো এলো চুলে হাত ছোঁবে। ঘুমের রাজ্যে পাড়ি জমাবে চেনা তুমি। 

Death kiss

Image
your heart is bleeding Its bleeding for me You’re still seating alone Where I left you free You had to let me go You had no choice. Your tight hug conveyed it Louder than voice,- That how much you loved me What did you feel You were honestly involved You love me still. You fought to hide tears I saw that fight You told 'I'm well', but I caught you, right! You went beyond limit To make me smile; Hiding all your pain, But heart is fragile. So its bleeding now, You are in pain. You could stop me dear To wet in rain. we could wet together tears got hidden holding your hand softly could lost in heaven. You are suffering there Me here too. Death kiss of loving pain Making heart blue. https://www.youtube.com/watch?v=ox26b87ExCI

নীরবে দূরে

[জীবনের অনেকটা পথ পেরলাম। অনেক মানুষ, অনেক ঘটনা। সব অভীজ্ঞতা এক রকম নয়। তবে কিছু কিছু ভীষন বাস্তব। তেমনই এক অভীজ্ঞতার কথা আজ লিখছি। লিখছি অন্য একজনের বকলমে, তবে নিজের মতামতের ককটেলটাও রইল fused হয়ে। আমি জানি অনেকেই বা সবাই নিজের জীবনে এর প্রতিফলন কিছুটা হলেও খুঁজে পাবেন। শুধু সৎ সাহসের অভাবে কেউ স্বীকার করব না আমার। তাই না? ]  একদিন খুব মন খারাপ ছিল। চুপ করে বসে ছিলাম ছল ছল চোখে। আদর করে সেদিন কেউ মাথায় হাত রেখেছিল, আমি বলেছিলাম সরিয়ে নিতে। ছিটে ফোঁটা বৃষ্টিকে আঝোর ধারায় ঝরাতে চাই নাই তার সামনে। একদিন যখন অসহায় যন্ত্রনায় চুপ করে ছিলাম, দুহাতে আঁকড়ে ধরেছিল সে। সেদিন জোর করে ছাড়িয়ে নিতে পারি নাই নিজেকে। যা চেয়েছি যেমন ভাবে সব কিছু দিয়েছে যতটা পেরেছে। মনে রেখেছে কখন কি ভাল লাগে, কিসে শান্তি আসে আমার মনে। কষ্টের যে কদিন পাশে থেকেছে সব দিয়েছে।  কষ্ট পেতে দেখলেই কষ্ট কমাতে চায় তবু ভুলে যায়, যখন দেখতে পায় না কষ্ট তখনও হয়। আরো বেশী করে হয়। কিন্তু সে নিজের কষ্টের সাথে নিজে যুদ্ধ করে, ভুলে থাকার চেষ্টা করে, অন্য দিকে মন ভাসিয়ে দিয়ে দূরে চলে যাওয়ার চেষ্টা...

ভুলবো না রে

Image
তুই কি আমার সঙ্গে যাবি?                                        না তো! যখন আমি থাকবো না ...                                        তোমায় মনে রাখবো না। কষ্ট হবে না একটুও কি তোর ? কেন কষ্ট বুঝি তোমার হবে?                                         হয়তো হবে! তুমি তো তোমার ঘরেই যাবে!                                          তাও বা ঠিক! তবে নিশ্চয়ই ভুলেই যাবে! সত্যি বলতে, ভুলবো না রে, লুকিয়ে নেবো মনের পাড়ে; আবছা এক আদর দিয়ে। না পাওয়ার যন্ত্রণাকে - ভুলে যাওয়ার নাটক করে; তবু তোকে ভুলবো না রে। ****************************************** তুই কি আমায় ভুলে গেলি?  ...