Posts

বঙ্গ-যুদ্ধ

জাগো বাঙালী জাগো                                              বাংলা ছেড়ে ভাগো   শেখ মাতৃভাষা                                     সারাজীবন রবে চাষা   বাংলা নয় গেঁয়ো ভাষা                                     গরীবের কত আশা   মা কে নাহয় ‘মা’-ই বল                                     ও মাম্মী! একি কেলো ?   রোজ সকালে দাঁতের মাজন                           ...

একলা ঘর

একা ঘরে আনমনে  যত কথা মন বোনে  বিনিসুতো একসাথে জীবনের মালা গাঁথে। 

দুধের শিশু

মায়েরাই আজ দুধের শিশু,  বাচ্চা তো চৌবাচ্চা; জ্ঞানের জলে টইটম্বুর, সবেই বলে 'আচ্ছা'।

ভালবাসা

ভালবাসা সময়ের স্রোতে গা ভাসায় না, ভালবাসা ভালো রাখাতে ক্লান্ত হয় না। ভালবাসা অবস্থা ভেদে বদলে যায় না, ভালবাসা অভিমানী, তবে, হিংস্র হয় না।  ভালবাসা অপেক্ষা জানে, উপেক্ষা না ভালবাসা ভালো, তাই, দোষ খোঁজে না।  ভালবাসা আপন পরের ভেদ জানে না ভালবাসা আলতো আদর, বিষাক্ত না।  ভালবাসা অবুঝ - এটা ভুল ধারণা। ভালবাসা একমুখী তবে অন্ধ তো না।  ভালবাসা হিসাব করে সুখ খোঁজে না ভালবাসা মেপে দেখে পা ফেলে না।  ভালবাসা ভালো বাসার লোভ করে না ভালবাসা - সুখের জীবন বেচা কেনা ভালবাসা হৃদয় খুলে মানুষ চেনা ভালবাসা বোনের কাছে ভাইয়ের দেনা। ভালবাসা ভালো বেসেই কেন থামে না? ভালবাসা উতলা কেন কেউ জানে না । ভালবাসা নিজের কাছে নিজে অচেনা ভালবাসা তোমার আমার শেষ ঠিকানা। 

স্নেহ

ব্যস্ত জীবন পথে সময়ের সাথে ছুটি আপন পরের মাঝে স্বার্থের ঠোকাঠুকি । ক্লান্তি মেশানো দিন থামার সময় নাই ভরসার হাত কই? কান্না আসেনা তাই। নামহীন ভালবাসা স্নেহের পরশ মেশা সেইটুকু ঘিরে আজও আবার বাঁচার আশা। 

কবি প্রণাম (আধুনিক)

আধুনিক কবিদের প্রতি আমার বিজয়ার প্রণাম আর বিশেষ নিবেদন - Nature is cool  বাগানে ফুটেছে ফুল কানে পরে দুল ঝেরেছি ফ্যানের ঝুল শ্রদ্ধেয় আধুনিক কবিকুল,  আপনারা কাছে বিশেষ অনুরোধ, দয়া করে আর শারদীয়া সংখ্যার জন্য চাপ নেবেন না। আমাদেরকেও একটু সুযোগ দিন। কবিতা আর কাব্যকে আপনারা অসামান্য দক্ষতায় সর্বজন গ্রাহ্য করে তুলেছেন। এই সাবলীলতার কারণেই, এখন আমরাও পারি লিখতে। তাই ওই শারদীয়া কি নববর্ষ সংখ্যা আমরাই সামলে নিতে পারবো।  আপনারা বই লিখুন। তাতেই মঙ্গল।   🤭

বাড়ি যাবো

 কিছু একটা পছন্দ না হলেই  ছোটরা বলে - "বাড়ি যাবো" খুব মন খারাপ হলে  বড়রাও কি বলতে পারেন - "বাড়ি যাবো "?  তার উপর সেই 'বড়' যদি মেয়ে হয়! অফিস কিম্বা কাজের জায়গা?   হ্যাঁ, তেমন হলে বলতে পারে।  তবে সেই বাড়ি কি সত্যি ডাকে তাকে?  তাছাড়া.....  মেয়েরা শুধু মেয়ে হয়,  তারা তো আর মানুষ নয়।  তাই তাদের জন্য বাড়ি বা ঘর কিছুই নয়।  যার বাড়িতে যখন দিনমজুর,  তার ঘরে তখন খাওয়া থাকা ।  তবে এখন দিন বদলেছে,  বাবা-মা পড়াশোনা করাচ্ছে; তাই বলে কি বিয়ে দিলে পর হবে না!  বর তাকে সম্পত্তি ভাববে না?  না মেয়ে, তোর ঘর হবে না,  বর হবে তোর শেষ ঠিকানা।  নিজের মনে জপ করেনে - 'আমি শুধু আঘাত পাবো',  'হাজার ঝড়ে লড়ে যাবো',  'বলবো না তো বাড়ি যাবো'।  ও মেয়ে তোর ঘর হবে না।  তাই মনখারাপে 'বাড়ি' পাবি না।