বঙ্গ-যুদ্ধ
জাগো বাঙালী জাগো
বাংলা ছেড়ে ভাগো
শেখ মাতৃভাষা
সারাজীবন রবে চাষা
বাংলা নয় গেঁয়ো ভাষা
গরীবের কত আশা
মা কে নাহয় ‘মা’-ই বল
ও মাম্মী! একি কেলো?
রোজ সকালে দাঁতের মাজন
রাখো তোমার বং গাজন
তারপর খাই প্রাতরাশ
তেলে ভাজা ছাইপাঁশ
দুপুরে মধ্যাহ্ন ভোজন
ভাত ঘুমের নিত্য গাজন।
নৈশ ভোজন রাতের খাওয়া
হবে না আর মানুষ হওয়া
ভোজন রসিক বাঙালী মন
মগজে এবার ধরবে পচন
চায়ের আড্ডায় পেয়ালা
বন্ধ করো বাংলা বলা
চপ মুড়ির দারুণ মজা
বাঙ্গালী পেটুক আর পেটরোগা
খাওয়াতেই শেষ নয় ভাই,
আমিও তো সেটাই চাই।
কি সুন্দর সব সম্পর্ক
কার সাথে কার?
তর্ক রাখো।
খুড়তুতো,
পিসতুতো, মামাতো….
আরেঃ! ওসব cousin
ই তো
কাকিমা, জেঠিমা, মামীমা...
ওরেব্বাবা! কর ক্ষমা।
খাবার ঘরে চৌকি,
কেদারা
বাংলা দেখছি বড্ড বেয়াড়া!
বটুয়া, থলি, ঝুলি.......
Bag বলবো খালি।
time নয়, সময় বল
20 passed 4 হল।
(ভগবান)
বলত pant-এর বাংলা
কি?
পাতলুন - ঠিক বলেছি?
আর, কারে কয় প্যাঁকাটি?
নিশ্চয় পাঁচটি কাঠি।
হয় নাই মাকাল ফল।
তুই-ই তবে মানে বল।
খেয়েছ কি পাটকাঠির বারি?
এটা কিন্তু বাড়াবাড়ি।
তোদের হল না শিরদাঁড়া
তোরা তো সব ধুতি পড়া।
বাংলাটা তো নিজের জিনিষ
Career টা হবে vanish
অবিমৃষ্যকারী ! ধৃষ্ট!
বং dictionary
টা দে তো।
Comments
Post a Comment