টুকরো
খেয়ালে বেখেয়ালে রচিত কিছু টুকরো টুকরো
কথা পড়ে ছিল এদিকে ওদিকে. কোনোটা অঙ্ক খাতার শেষে তো কোনোটা ডায়রির ফাঁকা
পাতার এক কোণে. আবার কোনোটা হয়ত হঠাত খুঁজে পেলাম পুরো কাগজ বেচতে গিয়ে.
এমনই কত টুকরো যে ছড়িয়ে থাকে আমাদের জীবনে সে খবর কে আর রাখে!
আজ মনে হলো সেই সব টুকরো গুলো একবার
জোড়ার চেষ্টা করলে কেমন হয়? অবহেলায় পড়ে থাকা মান অভিমান, আবেগ,
ভালোলাগা, কিম্বা শুধুই খাম খেয়ালিপনার এই সব সৃষ্টি গুছিয়ে রাখলে মন্দ
হয় না! আমার পাগলামি নাহয় ভরা থাকলো একটা ছোট্ট ডায়রিতে.
তাই বসেছি আজ সেই সব টুকরো টাকরা লেখার
সংকলনে. খুঁজে পাওয়া ছেড়া পাতাদের ভিড়ে ভ্যাবলা হয়ে বসে ভাবছি শুরুটা
করি কথা থেকে!! সেই ছোট বেলার পুচকি কবিতা দিয়ে? নাকি ওই যে ৩ লাইন লিখে
আর না লেখা অসমাপ্ত আঁচরটা হবে মুখপাত্র! confusion !! confusion !!
নাহ. আর একটু খুঁজে দেখি আর কি কি আছে এই আবর্জনার মাঝে.
Comments
Post a Comment