Time is fleeting ....

ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে কত কিছুই ঘুরে যায় আমাদের মন ছুঁয়ে। কখনো আনন্দ দেয়, কখনো বেদনা। হাসতে হাসতে জাগা, কিংবা আতঙ্কে দমবন্ধ ঘুম ভাঙা। তারপর দিনের আলোর সাথে সাথে সেই স্বপ্ন ম্লান হয়ে যায় নিত্য কাজের মাঝে। অনেকবার হয়েছে আমাদের সবার সাথে, হয়ে চলেছে সেই ছোট থেকে। কিন্তু আজ যখন নিষ্ঠূর আর অবধারিত ভবিষ্যৎ ঘুরে গেলো ভোরের স্বপ্নে, তখন ঠিক কি হলো বোঝাতেও পারবো না। ঘুম ভাঙলো, অসহ্য কষ্ট চেপে উঠেও বসলাম, কিন্তু কান্না এলো না। এলো এক অসহায় বিহ্বলতা। আর ঘুম হলো না। সারাদিন মন বসল না কিছুতেই। ভুলতে পারলাম না যন্ত্রণাটা। বলতেও পারলাম না কাউকেই। স্বপ্ন তবু বাস্তব, তাই মিলিয়ে যাচ্ছে না কিছুতেই। অবধারিত বিচ্ছেদের অমোঘ যন্ত্রনা কাঁদিয়ে যাচ্ছে অবিরত। একদিন হারাতেই হবে প্রিয়জনদের। এ সত্যি সর্বজন জ্ঞাত, তবু ভুলে থাকি। ভুলে থাকি আমরা বর্তমানের চাওয়া পাওয়ার মাঝে। কিন্তু আজ আর ভুলতে পারছিনা, সারাদিন ফিরে ফিরে আসছে সেই স্বপ্ন। একটা পুরো দিন ফুরিয়ে গেল। আর কষ্টটা এখন আরো বাড়ছে। মন বলছে ছুটে যাই বাবার কাছে, মায়ের আঁচল ধরে ছোটবেলারমত টানি। কি জানি আর কত দিন একসাথে পথ চলা আর কতখানি!

Comments

Popular posts from this blog

ক্ষয় আরও গভীরে

লক্ষ্মণ রেখা

নয়নতারা