অসমাপ্ত
এক সন্ধ্যা হঠাৎ দেখা
আলাপ শুধু, হয়নি কথা
ভাষা ছিল যোগ সেতু!
মনের কোণে স্বার্থ হেতু?
কি জানি কি ছিল গোপন
তবুও শুধুই আলাপন।
ব্যস্ত সময় পেরিয়ে যায়
মনে না পরা মনের দায়
প্রয়োজন, আবার দেখা
অকারন আতিথেয়তা
সেও কি মনে স্বার্থ নিয়ে?
গহীন কালো অবচেতনে?
সময় গেল, বন্ধু হল
খোলা আকাশ কাছে এল
দুবাহু তার আলিঙ্গন
শখ্যতার মধুক্ষন
মৌচাকে মউ কটাদিন?
রানিমাছির জীবন ক্ষীন|
মুক্তি দেওয়ার উদারতা
যন্ত্রনার কথকতা
শব্দ যে অপ্রতুল
ভাষা খোঁজা মনের ভুল
গহীন কালো স্বান্তনা
দোষী আমি, সে তো না !
Comments
Post a Comment