ছুটি
ছুটি মানে খেয়াল খুশি
ছুটি মানে স্বাধীন
ছুটি মানে মনটা আমার
শুধুই নিজের অধীন।
ছুটি মানে আনমনা দিন
উদাস উদাস মন
ছুটি মানে বেহিসাবি
হিসাব সারাক্ষণ।
ছুটির মানে ছুটিই শুধু
ছুটির মানে মজা
নিয়ম বাঁধা জীবনটাতে
বেনিয়মে সাজা।
আমার ছুটি সবুজ মাঠে
নতুন মেঘের সাথে।
ছুটি মানে ছবির খেলা
জল রং আর তুলি,
ছুটি মানে ভর দুপুরে
লুকিয়ে ভাঁড়ার খুলি।
আমার ছুটি ঘুমে ফাঁকি
অন্য রকম ধারা
ভোরের আলো, পাখীর ডাকে
মনের বোঝাপড়া।
ছুটি মানে একটু বাঁচা
ভুলে অভিমান
ছুটি তুমি ছুটিতে গেলে
যায় যে আমার প্রাণ।
ছুটি মানে স্বাধীন
ছুটি মানে মনটা আমার
শুধুই নিজের অধীন।
ছুটি মানে আনমনা দিন
উদাস উদাস মন
ছুটি মানে বেহিসাবি
হিসাব সারাক্ষণ।
ছুটির মানে ছুটিই শুধু
ছুটির মানে মজা
নিয়ম বাঁধা জীবনটাতে
বেনিয়মে সাজা।
আমার ছুটি সবুজ মাঠে
আমার ছুটি পথে
আমার ছুটি পাহার চূড়ায়নতুন মেঘের সাথে।
ছুটি মানে ছবির খেলা
জল রং আর তুলি,
ছুটি মানে ভর দুপুরে
লুকিয়ে ভাঁড়ার খুলি।
আমার ছুটি ঘুমে ফাঁকি
অন্য রকম ধারা
ভোরের আলো, পাখীর ডাকে
মনের বোঝাপড়া।
ছুটি মানে একটু বাঁচা
ভুলে অভিমান
ছুটি তুমি ছুটিতে গেলে
যায় যে আমার প্রাণ।
Comments
Post a Comment