বাড়ি যাবো
কিছু একটা পছন্দ না হলেই
ছোটরা বলে - "বাড়ি যাবো"
খুব মন খারাপ হলে
বড়রাও কি বলতে পারেন - "বাড়ি যাবো "?
তার উপর সেই 'বড়' যদি মেয়ে হয়!
অফিস কিম্বা কাজের জায়গা?
হ্যাঁ, তেমন হলে বলতে পারে।
তবে সেই বাড়ি কি সত্যি ডাকে তাকে?
তাছাড়া.....
মেয়েরা শুধু মেয়ে হয়,
তারা তো আর মানুষ নয়।
তাই তাদের জন্য বাড়ি বা ঘর কিছুই নয়।
যার বাড়িতে যখন দিনমজুর,
তার ঘরে তখন খাওয়া থাকা ।
তবে এখন দিন বদলেছে,
বাবা-মা পড়াশোনা করাচ্ছে;
তাই বলে কি বিয়ে দিলে পর হবে না!
বর তাকে সম্পত্তি ভাববে না?
না মেয়ে, তোর ঘর হবে না,
বর হবে তোর শেষ ঠিকানা।
নিজের মনে জপ করেনে -
'আমি শুধু আঘাত পাবো',
'হাজার ঝড়ে লড়ে যাবো',
'বলবো না তো বাড়ি যাবো'।
ও মেয়ে তোর ঘর হবে না।
তাই মনখারাপে 'বাড়ি' পাবি না।
Comments
Post a Comment