কবি প্রণাম (আধুনিক)

আধুনিক কবিদের প্রতি আমার বিজয়ার প্রণাম আর বিশেষ নিবেদন -

Nature is cool 

বাগানে ফুটেছে ফুল

কানে পরে দুল

ঝেরেছি ফ্যানের ঝুল


শ্রদ্ধেয় আধুনিক কবিকুল, 

আপনারা কাছে বিশেষ অনুরোধ, দয়া করে আর শারদীয়া সংখ্যার জন্য চাপ নেবেন না। আমাদেরকেও একটু সুযোগ দিন। কবিতা আর কাব্যকে আপনারা অসামান্য দক্ষতায় সর্বজন গ্রাহ্য করে তুলেছেন। এই সাবলীলতার কারণেই, এখন আমরাও পারি লিখতে। তাই ওই শারদীয়া কি নববর্ষ সংখ্যা আমরাই সামলে নিতে পারবো। 


আপনারা বই লিখুন। তাতেই মঙ্গল।  

🤭

Comments

Popular posts from this blog

ক্ষয় আরও গভীরে

লক্ষ্মণ রেখা

নয়নতারা