Posts

Showing posts from 2018

আমরা

কথা ছিল, কথা আছে ভাষা কিছু নাই। তুমি আছো, আছি আমি, 'আমরা' এটাই! মনে আছে অনুযোগ চোখে শুধু জল, ছুঁয়ে থাকে অনুভব চাপা, বিহ্বল। মনচোরা চাওয়াটুকু ভাষাহীন চুপ নিষ্পৃহ ভাবটুকু পরিচিত রূপ। তবু দেখি আকুলতা নয়নতারায়, নিজের শপথ ডোরে আমি অসহায়।

সব জেনেও

চোখের সামনে অন্যায় হতে দেখলেও সেটা ভুল নয়- এইটা ভাবা যদি শিক্ষা হয়, তাহলে সেই শিক্ষার মূল্য কি? সেই মানুষটার মূল্য কি? তবু ইচ্ছে হয় আমিও জেনে বুঝে ভুল করি। আমিও সব জেনেও বলি - আহা! ও অবুঝ, ও বড় ভালো মানুষ। ইচ্ছে করে নিজের দুচোখ বন্ধ করে ওকেই ভালোবাসি। কিন্তু সেই ও-ই আবার ছুরি মারবে এই ভালোবাসার সুযোগ নিয়ে? তখন নিজেকে বোঝাব কি দিয়ে?  

তুই ছিলি তাই

তুই ছিলি তাই আমি ছিলাম তোকে ঘিরেই বেঁচেছিলাম তুই হাসলে আমি হাসতাম, তুই কাঁদলেই পাগল হতাম। তোর জন্য আমার সব, তোকে ঘিরেই সব কলরব। তুই নেই তাই মিথ্যে আমি তুই সত্যি বড্ড দামি।