Posts

Showing posts from March 26, 2017

লক্ষ্মণ রেখা

Image
লক্ষ্মণ রেখা টেনে দিলাম, পার হবি না তুই, স্কুলের মজা খেলার মাঠে দারুন হৈ চৈ। গন্ডী কাটার সেই যে খেলা শিখিয়েছিল ছোটোবেলা সারা জীবন পায়ের বেড়ী সেই ছিল তোর 'পায়েখড়ি'। নিয়ম বাঁধা সমাজ হেথা রোজই নতুন নিয়ম শেখা। নিয়মের ঘোমটা ঢাকা আমাদের মনের চাকা। এরই মাঝে নতুন করে তুমি কেন বাঁধছো মোরে? ভালবাসার মানুষ হয়েও খিল কেন গো মনের দোরে? তোমার ওই মনের খাতা পড়তে চাই প্রতি পাতা চেনা আর মনের জানা সেখানেই আত্মীয়তা। সেই যদি গন্ডী দিলে হিসাবের আগল তুলে তবে আর মায়া কিসে! হারালাম ভিড়ে মিশে। লক্ষ্মণ রেখা টেনে দিলে পার হব না আর ভিড়ের মাঝেই পেরিয়ে যাব জীবন পারাবার।

Eternal

Image
Disturbing Alarm, Early morning; Chirping Birds Darkness melting. Opened the door Came to terrace Long breathe Meditation rehearsed. Felt calm Felt free Sudden thought ‘How is he?’                               Day’s starting Thinking of you You are busy Others in queue. Charming rose Bright decor Vibrant colour Or something more. Catches eyes Steals your heart; Emotion swept Blunder starts. Don’t stop Keep going Dig your fate By exploring. Oh! Adamant mind Innocent heart, Come to me Only being tired.

Twin Souls

Image
That repulsive 'hello' with apprehensive look Dear that was your brilliant magnetism to hook To drag me to you, to force me to think You did nothing that was really everything. I touched the soul, I read you for days I started loving you, without noticing the date. You are young, you’r dynamic and of course jolly You have depth, maturity but still you’r too silly! You love to love, depend on me independently I am affectionate to you, you enjoy it silently. It’s simply like a mirror having time lapse feature You are the image of my past and I’m your future It feels like home, a new venture started Stop trying to forget; we can’t be parted. You believe or not, we are twin souls for me You feel the same but consider soulmates only. I lull you to sleep on my lap to relief your stress Don’t think it’s an affair, that will be biggest mess.
Image
I shall be back soon; I shall be back to you. I shall be back not to hug but to feel you. I shall be back to breathe in the same air as you, 'coz I would like to feel the sweetness of our togetherness. I shall be back to touch the nature which nurtures our love. I shall be back, shall be back for the last time to you to be finally apart from you.

অভ্যাস

আমরা যখন আমাদের ভালবাসার মানুষটির সাথে থাকি, তাকে আঁকড়ে ধরে বাঁচি তখন সেই হয়ে যায় আমাদের নিশ্বাস প্রশ্বাস, আমাদের দৈনন্দিন জীবনের মধুর অভ্যাস। তাই সে হারিয়ে গেলে সব ছন্দও হারিয়ে যায়। বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যায়। গরম দুপুর ফুরায় যখন বিকেল হাওয়ার কোলে আনমনা মন হাতটি খোঁজে হাঁটতে যাবে বলে নিঝুম রাতে ঝিঁঝিঁর ডাকে মন খারাপের ডালি না চাইলেও আনমনা মন তোমায় খোঁজে খালি নেই তুমি তাই সকাল বেলা প্রাতঃরাশে ভুল জ্যান্ত অতীত মনের মাঝে কান্না যে আকুল। চলছে জীবন নিয়ম বাঁধা, পড়ছে শুধু শ্বাস কেন তুমি হারিয়ে গেলে আমার অভ্যাস ?

অভিজ্ঞতা

Image
রুম থেকে বেরিয়ে, কোরিডোরে অপেক্ষা করছিলাম। আমার ছোটোখাটো পুতুল পুতুল রুমমেট দরজায় তালা লাগিয়ে আসছে। ঘর যখন সবার, তখন একা কেন সে পড়ে থাকে পিছনে? তাই যেতে গিয়েও দাঁড়িয়ে গিয়েছিলাম। বাকি দুই রুমমেট ততক্ষনে এগিয়ে গেছে নিজেদের মত গল্প করতে করতে। এমনিতেও দুই মোটির মোটা মাথায় এসব সূক্ষ্ম ব্যপার ঢোকে না। কে একটু পিছনে রইল, কে সাথে, তাতে কি এত যায় আসে! হঠাৎ কথার মাঝে কথা উঠলে খেয়াল হবে, খোঁজ পড়বে। ওই দুটো ঐ রকমই; মনটা ভাল তবে ভাবনা চিন্তার দৌড় একটু কম। আমাদের হোস্টেলে একমাত্র আমাদের রুমটাই বড়। এক্কেবারে ফাইভ সিটার (না ‘স্টার’ নয়)। আমরা চারজন থাকি আপাতাত। অন্য বিছানাটির জ্যান্ত অংশিদার না থাকলেও, দখলদার কম নেই। বালতি, মগ, সাবানজাতিয় সমস্ত বাথরুমের সরঞ্জাম বহাল তবিয়তে শুয়ে বসে থাকে সারা খাটজুরে। ব্যবহারিক যাতার্থতা বজায় রেখে নামকরনও হয়ে গেছে সেই বিছানার- টয়লেট বেড। আগেই বলেছি, আমার তিন রুমমেটের মধ্যে দুই জনা মোটি আর যার জন্য অপেক্ষা সে বেঁটেখাটো পুতুল পুতুল। তিন জনের মধ্যে পুতুল পুতুলটি আমার বেশি প্রিয়। কারন ও নিরিহ, শান্ত; আমার সব অত্যাচার সহ্য করা যেন ওর ধর্ম আর কর্তব