ভ্রান্তিবিলাশ
 আমি জড় নই, নির্জীব নই  তাই বুঝতে পারি, ভাবতে জানি ।  আধা কথা, আকার ইঙ্গীত  একটা গোটা মানে নেয় বুঝতে জানি।  বারবার খোঁজ নেওয়া  ছিল একটু ছুঁয়ে থাকা তা জানি।  এক সাথে সন্ধ্যেগুলো  ছিল তোর ভাললাগা তাও জানি।  আজ তুই নেই স্বেচ্ছায়  আনমনে সেটা মনে মনে ঠিকই জানি।  এবার তুই অচেনা হ'বি  এটা আজ নয়, শুরু থেকে জানি।   জেনেও আগুন নিয়ে কিছু দিন খেলা  জেনেও অকারন ভালবেসে ফেলা।  জেনেও অধিকার, চাওয়া আর পাওয়া  জেনেও সব হিসাব ভুল করে ফেলা।   ভুলগুলো মিটে গেলে শুভ হবে মানি  একদিন চলে যাবি শুরু থেকে জানি।