সাথে আছি
  যাব বলে এসে ছিলাম,   তবু ভালোবেসে ছিলাম।   ভোরের শিশির আলতো আলো   রাতের তারা ঝলমল   চেনা সবই একলা আমি   হওয়ার সাথে কানাকানি।   বৃষ্টি বেলার ভাললাগা   সবুজ ঘেরা বারান্দাটা।   সকাল হওয়ার পাখির ডাক   বাদুর ঝোলা আবছা গাছ।   সূর্য্য ডোবা লাল আকাশ,   দুইটি টবে ফুলের চাষ।   একলা ঘরে আনমনা   বসত করে কয়জনা?   নিজের সাথে নিজের কথা   নিজের মতো বাঁচতে শেখা।   কেউ ভালো কেউ একটু কম   কাছের দূরের মানুষজন।   হারিয়ে যাওয়া পুরানতে   থেকে গেলাম এই ফাঁকেতে।   সোহাগ দিয়ে একলা দিন   হয়েছিল বেশ রঙ্গিন;   ভুলেও তাই ভুলব না-   ফিরেও তবে আসব না।   দুরের থেকে পাশাপাশি   এই দেখো না সাথে আছি।