Posts

Showing posts from April 23, 2017

মায়ের মতো

Image
গল্প ছিল, গল্প আছে, গল্প হবে আরও বড় কত কথাই বলা হল, বলার আছে কত আরও । ছোট ছিলাম, বড় হলাম, এখান ওখান ঘোরা হল  নতুন শহর, নতুন ছবি, নতুন মানুষ দেখা হল।  সবের মাঝে মায়ের মতো যাঁরা ভালোবাসা দিল  তাঁদের জন্য জীবন যেন বারেবারে নতুন হল।  সেই যে ছিল আন্টি ভালো, গোপালনগর বাসি কত আব্দার, অত্যাচার মেনেও মুখে হাসি।  দুর্গাপুরে জেঠু জেঠিমা রাখত নিজের করে   আদর দিয়ে এমন বাঁদর পুষতে ক'জন পারে?  সানি বরাবর বোন ছিল তাই, কাকিমা মায়ের মতো বাগচি কাকিমা পিলানিতে রাখত আব্দার যত!   পুজা ছিল বন্ধু হয়ে, বোন বানাল নিজেই  কাকিমা চান দেখতে আমায় মেয়ের পাশে পাশেই।  ভালোবাসায় ভাগ বসিয়ে দিব্যি আমি আপন  সবার শেষে যে কাকিমা আদর দিলেন এখন  তিনি ভীষন মায়ের মতো, ভাবুক তবু সরল  মায়ের এমন প্রতিচ্ছবি বাস্তবিকই বিরল।  এই মায়েদের প্রনাম জানাই, জানাই ভালোবাসা  এঁরাই আনেন হতাশ মনে জেগে ওঠার আশা।  শেষের আগে কৃতজ্ঞতা তাদের সবাইকে  মায়ের ভালোবাসা যারা ভাগ করে নিয়েছে।