Posts

Showing posts from March 12, 2017

মাশুল

একদিন ছিল বলতাম একে অন্যের পাশে থাকবো | একদিন ছিল বলতাম কষ্টে তোমার সাথ দেব| একদিন ছিল ইচ্ছে হত সারাদিন থাকি পাশাপাশি একদিন ছিল দুখঃ হলে চাইতাম কোলে মাথা রাখি। সেই একদিনগুলো ফুরাল হঠাৎ আর একদিন দুখঃ সুখের ভাগ নিতে কেউ এলনা সেইদিন কি করে কি হারিয়ে গেল বুঝেও অবুঝ এ মন তুমি ছিলে স্বপনচারিনি আমার অনুক্ষন। হয়ত আমি অবুঝ হয়ে করেছিলাম ভুল হয়ত এটাই কষ্ট দেওয়ার উপযুক্ত মাশুল তবু যখন চলে গেলে কষ্টটা ছিল সত্যি বাড়িয়ে আজ আর বলছি না একরত্তি। ইচ্ছে হয় ফিরে পেতে সেই পুরনো দিন পাশে থাকার অঙ্গিকার আজ হয়েছে ঋন ইচ্ছে হয় তোমার কষ্টে তোমার দুহাত ছুঁই ইচ্ছে হয় আবার আমি তোমার কোলে শুই। ইচ্ছেগুলো উথাল পাথাল ইচ্ছেগুলো আগুন সমাজ আজ মস্ত বাধা, আস্টে পৃস্টে বাঁধন ইচ্ছে তবু ইচ্ছেমতি ইচ্ছে তুমি স্বাধীন কান্না দিয়ে আগুন চেপে কাটিয়ে দেব দিন। 

অসমাপ্ত

এক সন্ধ্যা হঠাৎ দেখা আলাপ শুধু, হয়নি কথা ভাষা ছিল যোগ সেতু! মনের কোণে স্বার্থ হেতু? কি জানি কি ছিল গোপন তবুও শুধুই আলাপন। ব্যস্ত সময় পেরিয়ে যায় মনে না পরা মনের দায় প্রয়োজন, আবার দেখা অকারন আতিথেয়তা সেও কি মনে স্বার্থ নিয়ে? গহীন কালো অবচেতনে? সময় গেল, বন্ধু হল খোলা আকাশ কাছে এল দুবাহু তার আলিঙ্গন শখ্যতার মধুক্ষন মৌচাকে মউ কটাদিন? রানিমাছির জীবন ক্ষীন| মুক্তি দেওয়ার উদারতা যন্ত্রনার কথকতা শব্দ যে অপ্রতুল ভাষা খোঁজা মনের ভুল গহীন কালো স্বান্তনা দোষী আমি, সে তো না !

ছোট গল্প

ছোট সাধারণ গল্প আমি পাতায় পাতায় রোমাঞ্চ নেই একটু হাসি একটু কথা রহস্য বাড়বাড়ন্ত নেই | পড়েছিলাম বইয়ের তাকে খোঁজের দলে নেই আমি হঠাৎ আদর হাতে তোমার ভালোলাগার ছোঁয়াখানি | যত্ন আঙ্গুল ওলোট পালোট গদ্য কথা ছন্দ মন আদর আবেগ ভালোবাসায় নিঃশব্দ সমর্পন | আলতো স্নেহেও দাবির ছোঁয়া গল্পটুকু তোমার তাই তোমার কোলেই সারাজীবন মাথাটুকু রাখতে চাই | পড়তে পড়তে শেষের পাতা আর তো কিছু বলার নাই! না চাইতেও হাত ছাড়িয়ে বলছি - "আমি এবার যাই!"