স্বৈরাচারী
  অস্থির চিত্ত   রাত জেগে মত্ত   আনমনে কথার খেলা।   'এই দুখ ভুলব   আরো সুর তুলব'  অসহায় জেদের জ্বালা।    ভাঙা গড়া নিত্য   নিজের তত্ত্ব   অন্যের কিবা অধিকার?  কেন সে ভাঙবে   আঘাত হানবে?   এত বল হবে কেন তার?     কাছে আসা, দূরে থাকা   ভাব নাকি ভালোবাসা  সব ছিল আমার খুশি।  আজ কেন অকারনে  অবিশ্বাসের দহনে  পোড়াল সে আমার হাসি?