স্বপ্ন দেখার স্বপ্ন
অর্কূট জমানাতে এটা লিখেছিলাম। মনে হয় status এ দিয়েছিলাম বা কিছু হবে। হ্ঠাৎ আজ google plus এ চোখে পড়ল।
স্বপ্ন দেখার স্বপ্নটুকু থাক
এদিকে চলার মন্ত্র দিয়ে তাতেই
ফুটিয়ে দেব দিনের আলোয় চাঁদ;
মনটা থাকুক শিশুর মতো সরল
চোখে থাকুক নিষ্পাপ সেই হাসি
ভয় না পাওয়া সাহস দিয়ে আমি
বাসব ভালো সবার থেকে বেশী।
এদিকে চলার মন্ত্র দিয়ে তাতেই
ফুটিয়ে দেব দিনের আলোয় চাঁদ;
মনটা থাকুক শিশুর মতো সরল
চোখে থাকুক নিষ্পাপ সেই হাসি
ভয় না পাওয়া সাহস দিয়ে আমি
বাসব ভালো সবার থেকে বেশী।
প্রায় ১০টা বছর পেরিয়ে গেছে। লেখাটা আছে, আমিও আছি। কিছুটা পথ পেরিয়ে এলেও, অনেক পথ চলা আজও বাকী।অনেক স্বপ্নই আজো স্বপ্ন শুধু। কিছু স্বপ্ন হয়তো ছুঁয়েছি। তাই দিনের আলোয় চাঁদ দেখে এসেছি কার্তিকস্বামীর পথে। পুব আকাশের সদ্য ওঠা রাঙ্গা সূর্য্যের সাথে পশ্চিমে মায়াবী শশীকলা। সারাটা পথ সাথ দিল দুজনেই। একটু হলেও সাহস আছে বলেই হয়তো এই trekটা করতে পেরেছি। ভয়কে জয় করেছি বলেই হয়তো হিমালয়ের বুকে একাকিত্বকে বন্ধু করতে পেরেছি।
তবু সবার মতই দোষে গুনে আমিও এক অতি সাধারণ মেয়ে। মনে কতটা শৈশব আছে জানি না, সারল্য বা জটিলতার খবর লোকে বলবে। নিজের মত করে আপন করে নিতে সবাইকে তো পারি না! শুধু, যাদের মনে ধরে তাদের আদরে রাখতে চেষ্টা করি। চাই বাসতে ভালো unconditionally. জয় করতে চাই নিজের কিছু ত্রুটি।
'সবার থেকে বেশী' ভালোবাসা কি যায় কাউকে? কি জানি! সময় বলবে, মনে রাখল কিনা তারা, যাদের ভালোবেসেছি।
Comments
Post a Comment