Posts

Showing posts from July 27, 2025

Jhulan in Bengal

Image
My Jhulan means garden soil, tuni bulbs, and a tiny kingdom of dreams built by two siblings. Monsoon meant Rath Yatra, monsoon meant Jhulan and Rakhi. Rath Yatra fairs and making Rakhi probably happen in few other states too in India. But the Jhulan, made by children in every Bengali home, probably incubated by those creative minds who are chef, nanny, teachers and what not for their kids. It was seven days of pure joy. The day before Jhulan was the day of actions, almost like a world war. That afternoon the excitement would take over completely. We would rush home from school, gulp down milk and bread in a hurry, and the chaos would begin. With our house-help and a big old spade, we two siblings would head to the open ground next to our home. The spots were already chosen. At that time of year, there would be a patch of soft grass blooming like a flower. it was a particular type of grass with long leaves and flower shape.  https://amzn.in/d/cczFH05

আমাদের ঝুলন

Image
আমার ঝুলন মানেই বাগানের মাটি, টুনি বাল্ব আর দুই ভাইবোনের ছোট্ট স্বপ্নের রাজ্য   বর্ষা মানেই রথযাত্রা, বর্ষা মানেই ঝুলন, রাখি। রথের মেলা আর রাখি বানানো হয়তো আরো অনেক জায়গায় আছে। কিন্তু ঘরে ঘরে ছোটদের বানানো ঝুলন মনে হয় নিছকই বাংলার অন্দরমহলের সৃজনশীল মনগুলোর মিষ্টি বহিঃপ্রকাশ। সে এক দারুণ আনন্দের সাত দিন। ঝুলনের আগের দিনটাই ছিল আসল মহাযজ্ঞের দিন। সেদিন বিকেলে খেলা উঠত মাথায়। স্কুল থেকে এসে, কোনমতে দুধ পাঁউরুটি খেয়েই শুরু হত তাণ্ডব। কাজের মাসির সাথে আমরা দুই ভাইবোন মিলে পাশের মাঠ যেতাম; সাথে একটা ইয়্যা বড় কোদাল। জায়গা আগের থেকেই বেছে রাখা থাকত।  একটা ফুলের মতো বড় ঘাস হ'ত এই সময়ে।  দেখে রাখতাম কোনটা বেশি ভালো। সেটাই নিতে হবে। আর তার সাথে আরও কিছু জায়গা বাছা থাকতো, যেখানে মাটিতে ঘাস হয়ে আছে খুব সুন্দর ভাবে।  জমির সেইসব বিশেষ অংশ থেকে চৌকো চৌকো মাটির চাকা তুলে আনা হত।  একটা নয়, বেশ কয়েকটা। পাশাপাশিই সেগুলো বসিয়ে তৈরি হত ঝুলনের জমি, সবুজ পটভূমি। মধ্যমণি হয়ে থাকত ফুলের মত ঘাসটা।  আমাদের ঘরে ঢোকার মুখেই, সদর দরজার ডান দিকে ছিল একফালি জায়গা। সারা বছর খালি...

The Golden Ray

I was then new, I was a little shaky                Days were gray, time was husky. You stepped in to spark the hope,                It lit the way and widened scope. Thanks for your effort and care —                That’s what I truly mean to share. A soul like you is support and light,                Remain my glowing morning, ever bright.