ফাঁকি
একদিন সে অপেক্ষায় থাকত
যত রাতই হোক না কেন আমার।
কিম্বা আমায় বলত বসে থাকতে
'সব মিটিয়ে বলবো কথা আবার'।
কাজের ফাঁকে উঁকি যখন তখন
একটু যেন আলতো ছুঁয়ে থাকা
মাঝে মাঝেই নিজের মত করে
আদর কাড়া মিস্টি সুরে ডাকা।
কথার পিঠে কথার আলাপন,
নিজের মত নিজেই বলে যাওয়া।
হাসি মজা সব কি জানি কেন
আমার সাথে ভাগ করে তার নেওয়া!
সেসব দিনে আমি কেমন ছিলাম?
আমিও কি অপেক্ষাতে থাকতাম?
সেসব দিনে মনে মনে কি আমি
সেই মনেতেই নিজেকে রোজ খুঁজতাম?
আজ সে যখন খোঁজে না আর আমায়
পেয়েছে নতুন জীবন, মুক্ত খোলা বাতাস
আমি একা নিজের লড়াই নিয়ে
দুঃখ বিলাশ? নেই, নেই সে অবকাশ।
তবু দিনের শেষে একলা বসে থাকি
ভরসা আজো সবটাই নয় ফাঁকি
রাত ফুরিয়ে ভোরের পাখি ডাকে
ক্লান্ত চোখে ঘুম রয়ে যায় বাকি!!!
Comments
Post a Comment