আশ্রয়
ছাড়বি বলে ধরলি যে হাত
ছাড়িস তা সাবধানে
হোঁচোট খেয়ে পড়িস না তুই
অন্য হাতের টানে।
যে হাত তোর সারা জীবন
সেইখানে তুই থাক
পথ চলতি এ হাত ও হাত
পথেই নয় হারাক।
আদর, স্নেহ, আঁকড়ে ধরা
মিথ্যে মোহ আজ
থাকবে কিনা অপেক্ষাতে
তোর জেনে কি কাজ?
ওই দুহাতের বাঁধন দিয়ে
সকল সুখের শুরু
সবুজ হোক এ বন্ধনে
তোর একলা মনের মরু।
ছাড়িস তা সাবধানে
হোঁচোট খেয়ে পড়িস না তুই
অন্য হাতের টানে।
যে হাত তোর সারা জীবন
সেইখানে তুই থাক
পথ চলতি এ হাত ও হাত
পথেই নয় হারাক।
আদর, স্নেহ, আঁকড়ে ধরা
মিথ্যে মোহ আজ
থাকবে কিনা অপেক্ষাতে
তোর জেনে কি কাজ?
ওই দুহাতের বাঁধন দিয়ে
সকল সুখের শুরু
সবুজ হোক এ বন্ধনে
তোর একলা মনের মরু।
Comments
Post a Comment