Posts

বাড়ি যাবো

 কিছু একটা পছন্দ না হলেই  ছোটরা বলে - "বাড়ি যাবো" খুব মন খারাপ হলে  বড়রাও কি বলতে পারেন - "বাড়ি যাবো "?  তার উপর সেই 'বড়' যদি মেয়ে হয়! অফিস কিম্বা কাজের জায়গা?   হ্যাঁ, তেমন হলে বলতে পারে।  তবে সেই বাড়ি কি সত্যি ডাকে তাকে?  তাছাড়া.....  মেয়েরা শুধু মেয়ে হয়,  তারা তো আর মানুষ নয়।  তাই তাদের জন্য বাড়ি বা ঘর কিছুই নয়।  যার বাড়িতে যখন দিনমজুর,  তার ঘরে তখন খাওয়া থাকা ।  তবে এখন দিন বদলেছে,  বাবা-মা পড়াশোনা করাচ্ছে; তাই বলে কি বিয়ে দিলে পর হবে না!  বর তাকে সম্পত্তি ভাববে না?  না মেয়ে, তোর ঘর হবে না,  বর হবে তোর শেষ ঠিকানা।  নিজের মনে জপ করেনে - 'আমি শুধু আঘাত পাবো',  'হাজার ঝড়ে লড়ে যাবো',  'বলবো না তো বাড়ি যাবো'।  ও মেয়ে তোর ঘর হবে না।  তাই মনখারাপে 'বাড়ি' পাবি না। 

আমরা

কথা ছিল, কথা আছে ভাষা কিছু নাই। তুমি আছো, আছি আমি, 'আমরা' এটাই! মনে আছে অনুযোগ চোখে শুধু জল, ছুঁয়ে থাকে অনুভব চাপা, বিহ্বল। মনচোরা চাওয়াটুকু ভাষাহীন চুপ নিষ্পৃহ ভাবটুকু পরিচিত রূপ। তবু দেখি আকুলতা নয়নতারায়, নিজের শপথ ডোরে আমি অসহায়।

সব জেনেও

চোখের সামনে অন্যায় হতে দেখলেও সেটা ভুল নয়- এইটা ভাবা যদি শিক্ষা হয়, তাহলে সেই শিক্ষার মূল্য কি? সেই মানুষটার মূল্য কি? তবু ইচ্ছে হয় আমিও জেনে বুঝে ভুল করি। আমিও সব জেনেও বলি - আহা! ও অবুঝ, ও বড় ভালো মানুষ। ইচ্ছে করে নিজের দুচোখ বন্ধ করে ওকেই ভালোবাসি। কিন্তু সেই ও-ই আবার ছুরি মারবে এই ভালোবাসার সুযোগ নিয়ে? তখন নিজেকে বোঝাব কি দিয়ে?  

তুই ছিলি তাই

তুই ছিলি তাই আমি ছিলাম তোকে ঘিরেই বেঁচেছিলাম তুই হাসলে আমি হাসতাম, তুই কাঁদলেই পাগল হতাম। তোর জন্য আমার সব, তোকে ঘিরেই সব কলরব। তুই নেই তাই মিথ্যে আমি তুই সত্যি বড্ড দামি।

Welcome new year

Lots of love Lots of gain Lots of change Lots of pain A year of depression A year of confinement A year of sacrifice A year of emotional strain Success knocked Opening scope New year to Welcome hope.

ছুটি

ছুটি মানে খেয়াল খুশি ছুটি মানে স্বাধীন ছুটি মানে মনটা আমার শুধুই নিজের অধীন। ছুটি মানে আনমনা দিন উদাস উদাস মন ছুটি মানে বেহিসাবি হিসাব সারাক্ষণ। ছুটির মানে ছুটিই শুধু ছুটির মানে মজা নিয়ম বাঁধা জীবনটাতে বেনিয়মে সাজা। আমার ছুটি সবুজ মাঠে আমার ছুটি পথে  আমার ছুটি পাহার চূড়ায় নতুন মেঘের সাথে। ছুটি মানে ছবির খেলা জল রং আর তুলি, ছুটি মানে ভর দুপুরে লুকিয়ে ভাঁড়ার খুলি। আমার ছুটি ঘুমে ফাঁকি অন্য রকম ধারা ভোরের আলো, পাখীর ডাকে মনের বোঝাপড়া। ছুটি মানে একটু বাঁচা ভুলে অভিমান ছুটি তুমি ছুটিতে গেলে যায় যে আমার প্রাণ।

স্বৈরাচারী

অস্থির চিত্ত  রাত জেগে মত্ত  আনমনে কথার খেলা।  'এই দুখ ভুলব  আরো সুর তুলব' অসহায় জেদের জ্বালা। ভাঙা গড়া নিত্য  নিজের তত্ত্ব  অন্যের কিবা অধিকার? কেন সে ভাঙবে  আঘাত হানবে?  এত বল হবে কেন তার?  কাছে আসা, দূরে থাকা  ভাব নাকি ভালোবাসা সব ছিল আমার খুশি। আজ কেন অকারনে অবিশ্বাসের দহনে পোড়াল সে আমার হাসি?