নয়নতারা



বাগানের কোণে একটা ছোট নয়নতারা গাছকখন যে কি ভাবে গজাল কেউ জানে নাসাজান বাগানে গাছটা যেন এক আপদআজ এদিকে ঝোকে তো কাল ওদিকেএক টানে তুলে ফেলে দিলাম তাই একদিনভাবলাম আপদ গেল
একি!! মাস ঘুরতে না ঘুরতেই দেখি আবার এককোণে উঁকি মারছে সেই সাদা নয়নতারাউফফ!! কি বিপদ বল দেখি? বিরক্ত হয়ে আবার তুলে ফেলতে গেলামকিন্তু টান মারতে গিয়েও থমকে গেলামএক আজানা মায়াথাকলই না হয় এক পাশে! সুন্দর লাগছে সাদা ফুলগুলোকেন মিছে আঘাত হানা! থাকই নাহয়, একটু কেটে ছেঁটে এককোণেদিন গেল, মাস গেল, বছর ঘুরে গেলনিতান্ত অবহেলায় আর অযত্নে পরে রইল সেই নয়নতারা বাগানের কোণেগড়িয়ে আসা জলেই তার জীবন, বেশি ডাল-পালা মিললেই পড়ে কোপতাবু সে বেঁচে থাকে নিজের চেষ্টায়
সময়ের সাথে বদলে যায় কতকিছুইবদলে গেল অবহেলাওবাগানের মরসুমি গাছগুলির যাওয়া আসার মাঝে, চিরন্তন এই সাদা নয়নতারাবিরাম নেই তার ফুল ফোটানোরগোধূলি আলোয় সাদার নির্মলতা মন কেড়ে নেয়নিজের গুণেই মনের কোণে কখন যে জায়গা করে নিল বুঝতেই পারলাম নাকখন যে রোজ খেয়াল রাখা শুরু করলাম নিজেই জানি নাজানি না কখন দিলাম তাকে অবাধে বেড়ে ওঠার স্বাধিনতা
কেটে গেল সময় নিজের গতিতেছোটো সেই নয়নতারা এখন সুন্দর আর বাহারিতার শোভায় সেজে ওঠে আঙ্গিনাযে ছিল নিতান্ত অবহেলার, তারই পরিচর্যায় সময় কেটে যায়তাকে না দেখে মন ভরে নাতাই আর বাগানের কোণে নয়, আদর করে তুলে নিলাম তাকে টবেবাগানের ভিড় থেকে উঠে এল সে সাজানো বসার ঘরেসকাল বিকেল সারাক্ষণ পরিচর্যাএকদিন যাকে তুলে ফেলে দিতে চেয়েছিলাম, আজ সেই হল নয়নমণিবাগান হল মিথ্যেসব স্বপ্ন শুধু এই একটি গাছ ঘিরেআদর পেয়ে সেজে উঠল নয়নতারাওআরও সুন্দর আর বড় বড় পাপড়ি মিলে ভরিয়ে দিল মনঘর ভরে গেল অপূর্ব এক প্রাকৃতিক সৌন্দর্যয়ে
দিন কাটল, মাসওকিন্তু বছর ঘুরলো নাতার আগেই ধীরে ধীরে কমে গেল বাহারবড় বড় পাপড়ি হয়ে গেল ছোটোভরে থেকে গাছ এখন যেন খালি খালি লাগেতারপর কমতে শুরু করল কুঁড়ির সংখ্যামাস না ঘুরতেই গাছ হয়ে গেল পাতা সর্বস্বমন দমে গেলআরও বেশি যত্ন শুরু হলকিন্তু সুফল মিলল না কিছুইযেন সেই উপড়ে ফেলার প্রতিশোধ নিল সে আমার উপরআজও আমি বসে আছি আশায়একদিন ফুটবে ফুলএকদিন নয়নতারা বুঝবে আমার ভালবাসাকিন্তু সত্যি কি বুঝবে সে?

Comments

Post a Comment

Popular posts from this blog

ক্ষয় আরও গভীরে

লক্ষ্মণ রেখা