অভ্যাস
আমরা যখন আমাদের ভালবাসার মানুষটির সাথে থাকি, তাকে আঁকড়ে ধরে বাঁচি তখন সেই হয়ে যায় আমাদের নিশ্বাস প্রশ্বাস, আমাদের দৈনন্দিন জীবনের মধুর অভ্যাস। তাই সে হারিয়ে গেলে সব ছন্দও হারিয়ে যায়। বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যায়।
গরম দুপুর ফুরায় যখন বিকেল হাওয়ার কোলে
আনমনা মন হাতটি খোঁজে হাঁটতে যাবে বলে
নিঝুম রাতে ঝিঁঝিঁর ডাকে মন খারাপের ডালি
না চাইলেও আনমনা মন তোমায় খোঁজে খালি
নেই তুমি তাই সকাল বেলা প্রাতঃরাশে ভুল
জ্যান্ত অতীত মনের মাঝে কান্না যে আকুল।
চলছে জীবন নিয়ম বাঁধা, পড়ছে শুধু শ্বাস
কেন তুমি হারিয়ে গেলে আমার অভ্যাস ?
গরম দুপুর ফুরায় যখন বিকেল হাওয়ার কোলে
আনমনা মন হাতটি খোঁজে হাঁটতে যাবে বলে
নিঝুম রাতে ঝিঁঝিঁর ডাকে মন খারাপের ডালি
না চাইলেও আনমনা মন তোমায় খোঁজে খালি
নেই তুমি তাই সকাল বেলা প্রাতঃরাশে ভুল
জ্যান্ত অতীত মনের মাঝে কান্না যে আকুল।
চলছে জীবন নিয়ম বাঁধা, পড়ছে শুধু শ্বাস
কেন তুমি হারিয়ে গেলে আমার অভ্যাস ?
Comments
Post a Comment