ভালবাসা
ভালবাসা সময়ের স্রোতে গা ভাসায় না,
ভালবাসা ভালো রাখাতে ক্লান্ত হয় না।
ভালবাসা অবস্থা ভেদে বদলে যায় না,
ভালবাসা অভিমানী, তবে, হিংস্র হয় না। 
ভালবাসা অপেক্ষা জানে, উপেক্ষা না
ভালবাসা ভালো, তাই, দোষ খোঁজে না। 
ভালবাসা আপন পরের ভেদ জানে না
ভালবাসা আলতো আদর, বিষাক্ত না। 
ভালবাসা অবুঝ - এটা ভুল ধারণা।
ভালবাসা একমুখী তবে অন্ধ তো না। 
ভালবাসা হিসাব করে সুখ খোঁজে না
ভালবাসা মেপে দেখে পা ফেলে না। 
ভালবাসা ভালো বাসার লোভ করে না
ভালবাসা - সুখের জীবন  বেচা কেনা
ভালবাসা হৃদয় খুলে মানুষ চেনা
ভালবাসা বোনের কাছে ভাইয়ের দেনা।
ভালবাসা ভালো বেসেই কেন থামে না?
ভালবাসা উতলা কেন কেউ জানে না ।
ভালবাসা নিজের কাছে নিজে অচেনা
ভালবাসা তোমার আমার শেষ ঠিকানা। 
 
Comments
Post a Comment