ভুলবো না রে
তুই কি আমার সঙ্গে যাবি?
না তো!
যখন আমি থাকবো না ...
তোমায় মনে রাখবো না।
কষ্ট হবে না একটুও কি তোর ?
কেন কষ্ট বুঝি তোমার হবে?
হয়তো হবে!
তুমি তো তোমার ঘরেই যাবে!
তাও বা ঠিক!
তবে নিশ্চয়ই ভুলেই যাবে!
সত্যি বলতে, ভুলবো না রে,
লুকিয়ে নেবো মনের পাড়ে;
আবছা এক আদর দিয়ে।
না পাওয়ার যন্ত্রণাকে -
ভুলে যাওয়ার নাটক করে;
তবু তোকে ভুলবো না রে।
******************************************
না তো!
যখন আমি থাকবো না ...
তোমায় মনে রাখবো না।
কষ্ট হবে না একটুও কি তোর ?
কেন কষ্ট বুঝি তোমার হবে?
হয়তো হবে!
তুমি তো তোমার ঘরেই যাবে!
তাও বা ঠিক!
তবে নিশ্চয়ই ভুলেই যাবে!
সত্যি বলতে, ভুলবো না রে,
লুকিয়ে নেবো মনের পাড়ে;
আবছা এক আদর দিয়ে।
না পাওয়ার যন্ত্রণাকে -
ভুলে যাওয়ার নাটক করে;
তবু তোকে ভুলবো না রে।
******************************************
তুই কি আমায় ভুলে গেলি? 
                                    না তো! 
তবে যে আর ডাকিস না?... 
                                     ডাকলে তুমি আসবে না। 
ইচ্ছে হয় না একটুও কি তোর?
ইচ্ছে হলেও দাম কি দিতে? 
                                     দিতাম তো। 
দিলেই বা কি! সাথী কি হতে? 
                                      তাও বা ঠিক!
জানি, তুমি সেই সরেই যেতে। 
সরে থাকা এতোই সোজা? 
নিজের মন নিজের বোঝা। 
আনমনা দিন চোখের জলে
রাতের স্বপ্নে বেখেয়ালে 
ভুলে থাকার যুদ্ধ শেষে 
ক্লান্ত মনে তোকেই খোঁজা। 
ভুলে থাকা এতোই সোজা !!

 
Comments
Post a Comment