আজকাল কান্ড দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সস্তা আর সহজ সম্পর্কের নাম "বন্ধুত্ব"। সবাই সবার বন্ধু হতে চায়। ঘরের অন্দর মহলে উঁকি দিন। বউদি-দেওর, বউমা-শ্বাশুড়ি, দুই জা, দুই ভাই, ভাই-বোন, দুই বোন, ননদ-বউদি, বাবা-ছেলে, মা-মেয়ে আর যা যা সম্পর্ক পারমুটেশন কম্বিনেশন করতে পারেন সবাই নাকি এখন বন্ধুর মত। সবাই সবার বন্ধু। বলছি তাহলে বিকেলে ঐ পাড়ার মাঠে যে আড্ডাটা হয় ওটা কাদের সাথে হয়? আমি তো জানতাম ওরাই বন্ধু! - ওরা আর বাড়ির সবাই এক হয়ে গেল? - উহুঁঃ! - ওরা হল বাইরের বন্ধু। ওদের সাথে অতো মাখামাখি ভালো না। ওদের সব কথা বলতে যেওনা। কে কখন সুযোগ নেবে! - সুযোগ নেবে? তবে বন্ধু কিসের! - আরে বাবা, সব বন্ধু কি অতো বিশ্বস্ত হয়? তেমন বন্ধু তো হাতে গোনা। - আচ্ছা, ওই যে বাড়িতে আজ সবাই বন্ধু, তা তারা সবাই বিশ্বস্ত তো? - হাজার হোক তারা নিজের লোক। তবে সব সময়ই একটু বুঝে শুনে চলা ভাল, এই আর কি! কি বন্ধুত্বের অবস্থা! এবার দেখা যাক, স্কুল কলেজে কি চলছে। এখানে সবাই মোটামুটি সম বয়েসি। তাই যার সাথে যার মেলে মন, তারা একসাথে সারাক্ষণ। কেউ কেউ আবার সবার প্রিয়, সবাই তার বন্ধু। সবাই তার সাথে...